Heeramandi Reel-Real: শাহিমহল্লা থেকে ‘হীরামান্ডি, বনসালির সিরিজ নয়, ইতিহাসের হীরামান্ডি আসলে কেমন ছিল?

Updated : May 27, 2024 06:29
|
Editorji News Desk

'If you cannot bear these stories then the society is unbearable...' যদি এই গল্পগুলো আপনি সহ্য করতে না পারেন, তাহলে বুঝবেন সমাজটাই অসহ্য হয়ে উঠেছে'। পাকিস্তানের গল্পকার সাদাত হোসেইন মান্টোর এই কথার রেশ ধরেই আলো ফেলা যাক এইসময়ের সবচেয়ে চর্চিত নাম ‘হীরামান্ডি’র উপর।  এই শব্দে এখন ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেপথ্যে সঞ্জয় লীলা বনসলির সদ্য মুক্তিপ্রাপ্ত ৮ পর্বের সিরিজ ‘হীরামান্ডি, দ্য ডায়মন্ড বাজার’।

হীরামান্ডি আসলে পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত একটি জায়গা, যা স্বাধীনতার আগে থেকে আজ অবধি একটি নিষিদ্ধ গলি হিসেবেই পরিচিত ছিল। কিন্তু হীরামান্ডির রাণীরা সেই ‘নিষেধকেই’ করেছিলেন বেআব্রু। 

দর্শকদের পরিচালকের কাছে প্রত্যাশা স্বভাবতই বেশি ছিল। সঞ্জয় লীলা বনসালি যখনই কোনও ইতিহাসে হাত দিয়ে, তা পর্দায় ফুটিয়ে তুলেছেন তখনই তা দাগ কেটেছে দর্শকদের মনে। এই সিরিজ মুক্তির পরেই মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে। আবারও ‘লার্জার দ্যান লাইফ’ একটি সেট, চোখ জোড়ানো সাজসজ্জা, বলিউডের দাপুটে সুন্দরীরা, নাচ, গান , সংলাপ স্ক্রিপ্ট মিলিয়ে সঞ্জয় লীলা বনসালির এই সিরিজ বেশ চর্চিত বা বলা ভাল ভাইরাল। 

তবে একাংশ এই সিরিজে, হীরামান্ডির ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে। কিন্তু আমাদের আলোচনা তা নিয়ে নয়। 

বরং ঘুরে দেখা যাক স্বাধীনতার আগে ঠিক কেমন ছিল হীরামান্ডি।…

তখন ভারতবাসীর রাশ ব্রিটিশদের হাতে। দেশভাগের আগে প্রাচীর ঘেরা লাহোর শহরে হীরামান্ডি তখন ছিল ইংরেজদের অন্যতম পছন্দের জায়গা। গণিকাদের রাণী করে রাখা হত তখন। কিন্তু কে জানতো? সেই হীরামান্ডি থেকেই উঠবে স্বাধীনতার স্লোগান? 

১৫ থেকে ১৬ শতকে, এই জায়গা শাহি মহল্লা নামেই খ্যাত ছিল। আনুমানিক ১৬ শতকের দিকে মোগলরা লাহোর সহ উত্তর ভারতের দিকে তাঁদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং এর আমলে শাহি মহল্লার মেয়েদের মাথায় করে রাখা হত। এরপর হিরাসিং বলে এক রাজা ওই এলাকায় একটি বাজার চালু করেন, সেই থেকেই হীরা রাজার বাজার বা হীরামান্ডি হিসাবে খ্যাত হয় ওই এলাকা। ইতিহাস বলছে এর সঙ্গে হীরে বেচা কেনার কোনও সম্পর্ক নেই। 

 


আফগানিস্তান এবং উজবেকিস্তান থেকে অসংখ্য মেয়েরা সেসময় এই মহল্লায় আসতেন নৃত্য পরিবেশন করতে। তাঁদের কদরও করতেন ব্রিটিশ সরকার। তাঁদের গান, নৃত্য, শায়েরির উপর ছিল বিশেষ দখল। আর এই গান, নাচ, পরিবেশনাই ছিল তাঁদের রোজগারের প্রধান মাধ্যম। পরিচালক সঞ্জয় লীলা বনসালি খুবই জমকালোভাবে এমন দৃশ্য দেখিয়েছেন তাঁর সিরিজে। ‘নিষিদ্ধপল্লী’ বলে দাগিয়ে দেওয়া এই গলি তৎকালে ভারতীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। অসংখ্য শিল্পীরা হীরামান্ডি থেকে গান শিখে পরে জনপ্রিয় হয়েছেন। 

 


হীরামান্ডি কেন নিষিদ্ধ গলি হল? 

ইংরেজদের আমলে এই হীরামান্ডি ঘরানায় কোপ পড়ল। ব্রিটিশ সরকারের কাছে কেবলই বিনোদনের একটি জায়গা হিসাবে রয়ে গেল হীরামান্ডি। ইতিহাস বলছে, সংস্কৃতির আঁতুরঘর সেই হীরামান্ডিকে ইংরেজরাই একপ্রকার জোর করে যৌনব্যবসার আখড়া করে দেয়। এই থেকেই ইংরেজ সরকারের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল তাঁদের। 

 


স্বাধীনতা সংগ্রামের ইতিহাস : 

 


সেইসময় স্বদেশী আন্দোলন, স্বাধীনতা আন্দোলনে সরাসরি যোগ ছিল ওই এলাকার মেয়েদের। স্বাধীনতা সংগ্রামীদের অর্থনৈতিক ভাবে সাহায্য করতেন তাঁরা। আশ্রয় দিতেন। তবে বর্তমান হিরামন্ডিকে এইভাবে মনে রাখা হয় না। এখনও পাকিস্তানের লাহোর শহরে ‘হিরামন্ডি’ একটি নিষিদ্ধ এলাকা হিসেবেই পরিচিত। 

 


হীরামন্ডির সাজগোজ: 

 


হীরামান্ডি সিরিজের সাজগোজ এই মুহূর্তে ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ইতিহাস বলছে এত বিলাসবহুল ছিল না সেইসময় ওই এলাকার মেয়েদের জীবন। পরিচালকের দেখানো দৃশ্যের থেকে নাকি অনেকটাই আলাদা ছিল তৎকালের বাস্তব। 

'লার্জার দ্যান লাইফ' ছবি তৈরির জন্য জনপ্রিয় সঞ্জয় লীলা বনসালি'র সেট তাঁর অন্যান্য ছবির মতোই দর্শক ও সমালোচকদের চোখ জুড়িয়ে দিয়েছে হীরামান্ডিতেও। নজর কেড়েছে বিভিন্ন চরিত্রের পোশাকও। যার পরতে পরতে ইতিহাসের স্পর্শ। ২০০৬ সালে এই ছবির স্ক্রিপ্ট লিখে রেখেছিলেন তিনি। কিন্তু ছবিটি শুরু করতে নানা কারণেই এক দশক পেরিয়ে যায়। দীর্ঘদিনের রিসার্চ, পরিশ্রমের ফল এই 'হীরামান্ডি'। যে সিরিজ এখন রমরমিয়ে চলছে নেটফ্লিক্সে। যা তৈরি করেছে সেই সময়ের নিষিদ্ধ পল্লীর জীবন নিয়ে অনিবার্য আলোচনার পরিসরও।

Heeramandi First Look

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন