ভানুরেখা জেমিনি গণেশন। গোটা দেশের প্রজন্মের পর প্রজন্মের কাছে যিনি শুধুই রেখা। তাঁর সঙ্গে নাম জুড়ে যায় তাবড় সুপারস্টারদের, তাঁর সাজ থেকে সংলাপ ,নাচ থেকে চাহনি সবই এখন তীরের মতো বেঁধে ৮ থেকে ৮০-এর মনে। আজ রেখার জন্মদিন।
তাঁর জাদু কি অতীত হয়? ৭০ টি বসন্ত পাড় করেও আজও এভারগ্রিন, আজও রহস্যে ঘেরা রেখা। আজ রেখার জন্মদিন। দেখতে দেখতে একাত্তরে পা দিলেন বলিউডের 'উমরাও জান'।
হিন্দি ছবির দর্শকদের কাছে রেখা এক শাশ্বত সৌন্দর্যের নাম, এক রহস্যময় চরিত্র। তাঁকে নিনে হাজারটা গুজব, তার কিছুটা সত্যি, কিছুটা মিথ। শত আলোচনা, শত ফিসফাস তাঁকে নিয়ে। তবু রেখা একবার মঞ্চে উঠলে বাকরুদ্ধ সকলে। এমনই তাঁর ক্যারিশ্মা, এমনই সম্মোহন।
'উমরাওজান', 'খুবসুরাত', 'ইজাজত', 'ঝুটি', 'সিলসিলা', 'উৎসব' 'বিজেতা', 'কলিযুগ' , 'জুবেইদা' একের পর এক ছবিতে দর্শকদের অবাক করেছেন রেখা। খুব শিগগির ওটিটি তেও দেখা যাবে তাঁকে। হিন্দি ছবির এই অভিনেত্রীর জন্য ইংরেজির একটি প্রবাদই যথেষ্ট- এজ ইস জাস্ট আ নাম্বার'।