রেখা অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ সাত বছরের পর পর্দায় ফের দেখা যাবে রেখাকে(Rekha)। সঞ্জয় লীলা বনসালির (Sanjay Leela Bhansali) হাত ধরে ওটিটি-তে হাতে খড়ি রেখার। হীরামান্ডি নামক ওয়েব শোতে দেখা যাবে রেখাকে। বলিউড ডিভার কথা মাথায় রেখেই নাকি একটি চরিত্র লেখা হয়েছে।
গাঙ্গুবাই-এর পরিচালকের সঙ্গে কাজ করার সখ নাকি রেখার দীর্ঘকালের। অন্যদিকে রেখার সঙ্গে কাজ করতে উৎসুক ছিলেন বনসালিও। ১৪ বছর ধরে হীরামান্ডি (Heeramandi) বানানোর কথা ভেবেছেন পরিচালক।
Prosenjit Chatterjee : অভিনয় ছেড়ে, এবার ছবি পরিচালনায় প্রসেনজিৎ ?
শুধু মাত্র নেটফ্লিক্সেই( Netflix) দেখানো হবে হীরামান্ডি। প্রথম সিজনে এক ঘণ্টার সাতটা এপিসোড থাকবে। ছবিতে রেখা ছাড়াও দেখা যাবে মণিষা কইরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারিকে।