জিতু কমল-নবনীতা দাসের বিচ্ছেদ নিয়ে জল্পনা বাড়ছে টলিপাড়ায়, নানা কথা শোনা যাচ্ছে নেট পাড়ায়। সম্প্রতি সমস্ত বিতর্কে জল ঢেলে নবনীতা জানিয়েছিলেন, তাঁর এবং জিতুর বিচ্ছেদ যে সম্পূর্ণ ব্যক্তিগত এবং তাতে কোনও তৃতীয় ব্যক্তির ভূমিকা নেই। নবনীতার এই লাইভের পর থেকেই নাকি খানিক স্বস্তিতে জিতু। কারণ এই রটনা তাঁকে কাজে মন বসতে দিচ্ছিল না। শীঘ্রই জিতু শ্রাবন্তীর সঙ্গে শ্যুটিং করতে লন্ডন যাবেন। তাই সেইকাজেই আপাতত মন দিতে চান জিতু।
Nabanita Das: শ্রাবন্তীর জন্যই জিতু কমলের সঙ্গে বিচ্ছেদ? লাইভে এসে খোলসা করলেন নবনীতা
উল্লেখ্য , গত বৃহস্পতিবার বিচ্ছেদের কথা জানিয়ে লম্বা পোস্ট করেন নবনীতা। অভিনেত্রী সিলমোহর দেন অভিনেতা জিতু কামালের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের খবরে। শোনা যাচ্ছিল, বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। এবার পাকাপাকিভাবে আলাদাই থাকবেন, আইনি প্রক্রিয়াও এগিয়ে গিয়েছে অনেকটাই।