আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ মুখর বিনোদন জগতে ছবি মুক্তির অবস্থা থমথমে। প্রতিবাদে মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে একের পর এক বাংলা ছবির। ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ছবি ‘পরিচয় গুপ্ত’ মুক্তি পাওয়ার কথা ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু সাময়িক পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন পরিচালক নির্মাতারা।
‘যমালয়ে জীবন্ত ভানু’, সৌরভ পালোধী পরিচালিত ‘অঙ্ক কি কঠিন’ এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’ এই সমস্ত ছবির মুক্তিই পিছিয়ে গিয়েছে আরজি করের বিচারের দাবিতে। এমতাবস্থায়, তালিকায় যোগ হল রণ রাজ পরিচালিত ছবি পরিচয় গুপ্তও।
আনন্দবাজার অনলাইনকে পরিচালক জানান , “ভেবেছিলাম সব মিটে গেলে ছবি মু্ক্তির কথা ভাবব। কিন্তু, শনিবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যা ব্যবহার করা হল, তার পর সিদ্ধান্ত বদল করি।”
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ফের ভেস্তে যায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। মুখ্যমন্ত্রীর অনুরোধের পর, লাইভ স্ট্রিমিং-এর জটে বৈঠক তখনকার মতো বন্ধ হয়ে যায়। ৫ দফা দাবিতে অনড় থেকে শেষমেশ ডাক্তাররা রাজি হলেও, দেরির অজুহাতে বৈঠক হয়নি। এই নিয়ে ফের রবিবারে মহামিছিলের ডাক দেন জুনিয়র ডাক্তাররা।