সুশান্ত কাণ্ডে বড়সড় স্বস্তি অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)।মাদক যোগের অভিযোগে গ্রেফতারির পর রিয়াকে জামিন দিয়েছিল বম্বে হাই কোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে না, জানিয়ে দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওরফে NCB।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিযোগ ওঠে রিয়ার বিরুদ্ধে। সে বছর ৮ সেপ্টেম্বর মাদক যোগের অভিযোগে রিয়াকে গ্রেফতার করে NCB। ৭ অক্টোবর বম্বে হাই কোর্ট রিয়াকে জামিন দেয়।
Sushant Singh Rajput: এখনও তদন্ত চলছে সুশান্তের মৃত্যুর, বড় আপডেট দিলেন দেবেন্দ্র ফড়নবিশ
সেই মামলা নিয়েই সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল ফের। সেখানে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি এ এস বোপান্না ও এম এম সুন্দ্রেশকে জানিয়ে দেন NCB-র পক্ষ থেকে রিয়ার জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে না। এ বিষয়ে যে আইন মানা হয়েছে তাই-ই বজায় থাকবে।
এনসিবি-র সিদ্ধান্ত শোনার পর রিয়া ইন্সটাগ্রামে প্রতিক্রিয়া স্বরূপ একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছেন, তিনি কৃতজ্ঞ।