নতুন সম্পর্কে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল রিয়া চক্রবর্তীর জীবন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া। শোনা যাচ্ছে, অতীতের সমস্ত মন খারাপ ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন রিয়া৷ তাঁর মনের মানুষ কঠিন সময়ের বন্ধু, বান্টি সজদেব।
Bishnu Palchaudhuri Died: প্রয়াত 'জননী'র পরিচালক বিষ্ণুপাল চৌধুরী
সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকেই, তবে ঘনিষ্ঠ মহলের দাবি তাঁরা এই মুহূর্তে প্রেম করছেন। রিয়ার খারাপ সময়ে ছায়ার মতো পাশে ছিলেন বান্টি, তাইই হয়ত সবচেয়ে ভরসার হাত হিসেবে তার হাতটাই ধরে ফেলেছেন রিয়া৷
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যুর দায় চেপেছিল তাঁর কাঁধেই। সুশান্তের মৃত্যুযোগের অভিযোগে জেলেও যেতে হয়েছিল রিয়াকে। প্রায় ৫০ দিন গারদবাস করেন রিয়া। এতবড় অপমানের বোঝা কাঁধে নিয়েও কখনও সেবিষয়ে মুখ খোলেননি তিনি। নিজেকে সরিয়ে নিয়েছিলেন সব কিছুর থেকেই।