রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। বলিউডের অন্যতম ফ্যাশনেবল ডিভা তিনি। পুনের টাইমস ফ্যাশন উইকে শো স্টপার হিসেবে বেশ অনেকদিন পর প্রকাশ্যে এলেন রিয়া। ডিজাইনার বিক্রম ফাড়নিশের পোশাকে নিজেকে সাজিয়েছিলেন রিয়া।
কালো অফ শোল্ডার টপ, আর স্কার্টে বেশ বোহেমিয়ান লুকে ধরা দিয়েছিলেন বঙ্গ তনয়া। গয়নাগাটির আতিশয্যছিল না, বরং তার সাজে ছিল সিমপ্লিসিটি এবং এলিগ্যান্সের মিশেল।
বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন বহু বছর, কিন্তু নামটা সবচেয়ে বেশি শোনা গিয়েছিল ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের (Sushant singh Rajput) আত্মহত্যার পর। কাজের জন্য নয়, সবচেয়ে বেশি আলোচ্য ছিলেন অন্য কারণে, টানা কয়েক মাস তাঁকে নিয়ে চলেছিল চর্চা, গুজব। ২০২০ সালে সবচেয়ে বেশি সার্চ করা মহিলা তারকা ছিলেন তিনিই। শেষে যদিও সুশান্ত কাণ্ডে ক্লিনচিট পেয়ে যান রিয়া।
তারপরেও কেরিয়ার, জীবন কোনোটাই খুব মসৃণ হয়নি রিয়া চক্রবর্তীর। কামব্যাক ছবির পোস্টার থেকে বাদ পড়েন, টিজার থেকেও। গত বছরের মাঝামাঝি শোনা গিয়েছিল বিগবস সিজন ১৫ এর প্রতিযোগী হতে চলেছেন রিয়া। শেষমেশ যদিও এই জনপ্রিয় রিয়ালিটি শো-তে দেখা যায়নি অভিনেত্রীকে।
রিয়া চক্রবর্তী, বছর দুয়েক আগেও নামটা খুব পরিচিত ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রিতে। হাতে গোনা ছবি, মাঝারি মানের কেরিয়ার গ্রাফ তাঁকে প্রচারের আলোয় আনেনি তেমন। তবে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা রিয়াকে রাতারাতি এনেছে শিরোনামে। তবে সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সে অভিজ্ঞতা সুখের তো নয়ই, বরং ভয়াবহ।
সুশান্ত আত্মহত্যার সূত্র ধরে রিয়াকে প্রথমে জিজ্ঞাসাবাদ, পরে গ্রেফতার করে এনসিবি। তাঁর ভাইও গ্রেফতার হন। জামিনে বাইরে আসার পরও সোশ্যাল মিডিয়ায় সমালোচিত, ট্রোল্ড হয়েছেন রিয়া। রাতারাতি তাঁর পুরনো ছবি, সুশান্তের সঙ্গে তাঁর পুরনো ভিডিও ভাইরাল হতে থাকে।