পাঠানের ট্রেলার রিলিজের মাত্র কয়েক ঘণ্টা হয়েছে, এরই মধ্যে এল সাড়া জাগানো আরও একটা খবর! বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের মধ্যে চার নম্বরে পৌঁছে গিয়েছেন কিং খান। তিনি পিছনে ফেলে দিয়েছেন টম ক্রুজ, জর্জ ক্লুনির সুপারস্টারদেরও!
‘ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স’ নামের এক টুইটার হ্যান্ডল থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা শাহরুখ। তালিকার প্রথম তিনে তিনজনই হলিউড তারকা জেরি সেনফেল্ড, টাইলার পেরি, ডোয়েন জনসন।
Hrithik Roshan-Saba Azad Wedding: জন্মদিনেই এল সুখবর, বছর শেষেই বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা ?
বাদশার মোট সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৬,৩০৬ কোটি।