আম্ফানের দিনগুলোতেই এই গল্পের শুরু। সুন্দরবনে ত্রাণ বিতরণে যেতেন লেখক অর্কদীপ মল্লিকা নাথ। সেখান থেকে কলমবন্দি হল 'সুন্দরবনের বিদ্যাসাগর' (Sundarbaner Vidyasagar)।
হইচই (Hoichoi)-তে এই নামেই আসছে নতুন সিরিজ। সঙ্গে একেবারে ব্র্যান্ড নিউ জুটি, ঋদ্ধি সেন (Riddhi Sen)-ঊশষী রায় (Ushashi Roy)। দুজনেই ইন্ডাস্ট্রিতে যথেষ্ট চেনা।
নাম শুনেই বোঝা জায় এ আসলে ঈশ্বরচন্দ্রের গল্প নয়। বিদ্যাসাগরের (Vidyasagar) মিথ নয়, বরং একেবারে মাটি থেকে উঠে আসা গল্প বলবে এই সিরিজ। পরিচালনায় কোরক মুর্মু। নানা চরিত্রে রয়েছেন.
সম্পর্কে বিচ্ছেদ, তবু বন্ধুত্ব অটুট সোহিনী-কৌশিকের, পাহাড়ের কোলে মেঘ বাড়িতে