বাংলা বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখ জানিয়েছিলেন খুশির খবরটা, মা হতে চলেছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। মাতৃত্বকাল উদযাপনের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন ঋদ্ধিমা, যেখানে স্পষ্ট তাঁর বেবিবাম্পি। এবার ধুমধাম করে শ্বশুরবাড়িতে সাধ খেলেন মা হারা ঋদ্ধিমা। মায়ের ছবি পাশে নিয়েই পঞ্চব্যঞ্জনে সাধ খেলেন অভিনেত্রী। মাথায় হাত দিয়ে তাঁকে আশীর্বাদ করলেন শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তী। হাসি মুখে অনুষ্ঠান দেখলেন হবু বাবা গৌরব চক্রবর্তী। রানী রঙা শাড়ি আর গয়নায় ঋদ্ধিমার দিক থেকে চোখ ফেরানো দায়।
Gourav-Riddhima: 'একে একে তিন', গৌরব-ঋদ্ধিমার সংসারে খুব শিগগির আসছে ছোট্ট অতিথি
উল্লেখ্য, বহুবছরের প্রেম পর্বের পর ২০১৭ সালের শেষে চারহাত এক হয় টলিপাড়ার এই জনপ্রিয় জুটির। দুজনের অন এবং অফস্ক্রিন রসায়ন বরাবরই দুর্দান্ত। কাজের ফাঁকে দুজন দুজনকে সময় দিতে ভোলেন না, হাতে দিন কয়েকের ছুটি পেলেই ওদের পায়ের তলায় সর্ষে, বেরিয়ে পড়েন এদিক সেদিক।