টলিউডের ছকভাঙা সাহসী অভিনেত্রী ঋ সেন। সিনেমার পাশাপাশি, ওটিটি-তেও দাপিয়ে অভিনয় করছেন। এবার অভিনেত্রী মা হওয়ার সুখবর দিলেন। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট দেখে একটু চমকে গিয়েছিলেন সকলেই। তিনি হঠাৎ জানান, আজ থেকে তিনি একজন মা। ছেলে না মেয়ে কী হল অভিনেত্রীর?
Salaar-Dunki Box Office: ডাঙ্কির সঙ্গে জোর টক্কর সালারের, একদিনেই বাদশাকে ছাপিয়ে গেলেন প্রভাস?
আসলে, একজন চার পেয়ের মা এখন থেকে অভিনেত্রী ঋ সেন। তাঁর সন্তানের নাম নবদ্বীপ। নবদ্বীপ সেন। এই মিষ্টি খবরটা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি।