একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল দুবাইয়ের সৈকতে দেবলীনা দত্ত (Debolina Dutta) এবং ঋষভ বসুর (Rishav Basu) ছবি। টলিপাড়ায় চর্চা শুরু হয়েছিল, নতুন রূপকথা শুরু হল বলে, কিন্তু সব জল্পনায় জল ঢেলে দেবলীনা জানিয়েছেন, ঋষভ মায়ের পেটের ভাইয়ের মতো। নিজের ভাইয়ের অভাব পূরণ করেছেন অভিনেতা। দেবলীনার মাও নাকি নিজের ছেলের মতোই দেখেন ঋষভকে।
জন্মদিন উপলক্ষে দুবাই-এ ভ্যাকেশন কাটাচ্ছেন দেবলীনা। গত মাস থেকেই। আর বুর্জ খলিফায় (Burj Khalifa) এক বিজ্ঞাপনের শুটিং এ গিয়েছিলেন অভিনেতা। তখনই সব প্ল্যান হয়ে গিয়েছিল, কাজের শেষে একসঙ্গে ঘুরবেন দু'জন।
বাঙালির আইকনের চরিত্রে জীতু কমল, 'অপরাজিত' মুক্তির ঠিক আগে স্নায়ুর চাপ বাড়ছে?
জীবনে, প্রেম এসেছে নতুন? জানতে চাওয়া হলে দেবলীনা বলছেন বরাবর তাঁর জীবনে প্রেম একটাই। তথাগতকেই বুঝিয়েছেন, নাকি অন্য কেউ, সেটুকু অবশ্য ধোঁয়াশাই রাখলেন দেবলীনা।