ছবির নাম 'শর্মাজি নমকিন' (Sharmaji Namkeen)। খুব শিগগির আসছে অ্যামাজন প্রাইম ভিডিও তে (Amazon prime video)। কিন্তু শুধু এটুকুই খবর? না, যেটা আসল কথা, 'শর্মাজি নমকিন', প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের (Rishi Kapoor) শেষ ছবি।
ছবির পরিচালনায় রয়েছেন হিতেশ ভাটিয়া, প্রযোজনায় রীতেশ সিধওয়ানি, ফারহান আখতার।
ঋষি কাপুর ছাড়াও ছবিতে রয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal), জুহি চাওলা (Juhi Chawla), সতীশ কৌশিক-এর মতো দিকপালরা। মজার ব্যাপার, ছবিতে একই চরিত্রে রয়েছেন ঋষি কাপুর এবং পরেশ রাওয়াল।
এ ছবি নিজেকে চেনার ছবি, পুনরায় আবিষ্কারের ছবি। সদ্য অবসর নিয়েছেন শর্মাজি। এবার তাঁর মন বসল রান্নায়, রীতিমতো নেশা ধরল।
বলিউড জয় করে এবার হলিউডে অভিষেকের অপেক্ষায় আলিয়া
আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে ছবির ওয়ার্ল্ড প্রেমিয়ার।