একদম অন্যরকম ভাবে নিজের পুজো শুরু করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মহাষষ্ঠীর সকালে তিনি পৌঁছে গেলেন একঝাঁক প্রান্তিক কচিকাঁচাদের কাছে৷ তারা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তান। তাদের সঙ্গে কাটালেন অনেকটা সময়। উৎসবের আলো যাতে ছুঁয়ে যায় ওই কচি প্রাণগুলিতেও, সেই চেষ্টাই করলেন ঋতাভরী।
মহাষষ্ঠীর সকালে ঋতাভরী গিয়েছিলেন 'আইডিয়াল স্কুল ফর ডেফ'-এ। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন একঝাঁক কচিকাঁচাদের আদর করলেন। তাদের কোলে নিলেন৷ একসঙ্গে ঠাকুর দেখলেন দক্ষিণ পাড়া দুর্গোৎসবে। তাঁকে কাছে পেয়ে হাসি ফুটল ওই মুখগুলোয়।
Durga Puja 2023 : বেলুড় মঠে কল্পারম্ভ দিয়ে শুরু ষষ্ঠী পুজো, সন্ধেয় মায়ের বোধন
সোস্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছেন ঋতাভরী৷ সঙ্গে পুজোর শুভেচ্ছা, আদর আর ভালোবাসা জানিয়েছেন সকলকে।