তিনি অন্তঃসত্ত্বা, নিজেই পোস্ট করে জানিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল এমন আকস্মিক খবরে। তবে অনেকে অবশ্য বলেছিলেন, পরের প্রোজেক্টের প্রচার কৌশলও হতে পারে। দেখা গেল, সেটাই সত্যি। সেটাও আবার নিজেই জানালেন অভিনেত্রী।
১৫ অক্টোবর আড্ডা টাইমসে আসছে নতুন ওয়েবসিরিজ 'নন্দিনী', সায়ন্তনী পতিতুন্ডর উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজে প্রোট্যাগনিস্টের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। স্নিগ্ধা আর তাঁর গর্ভের সন্তানকে নিয়েই এই সিরিজ।
কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে এক সামাজিক বার্তা দেবে এই সিরিজ। এর আগেও ঋতাভরী অভিনীত একাধিক ছবিতে উঠে এসেছে সমাজের একাধিক অন্ধকার নানা দিক, নানা সংস্কার নিয়ে খোলামেলা চলোচনা, প্রতিবাদ।