গুটিগুটি পায়ে শীত ঢুকছে শহরে। অ্যালার্ম বেজে গেলেও, বিছানা ছাড়া বেশ কঠিন হয়ে পড়ছে। কিন্তু কাজ থাকলে আর ‘ল্যাদ’ খাওয়ার তো জো থাকে না। তাই ভরসা ছুটির দিনই। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও এর ব্যতিক্রম নন।
শনিবার সকালে একটু দেরি করেই বিছানা ছাড়লেন ঋতাভরী। সাদা বিছানায় পরনে নাইট ড্রেস, হাতে ধরা বার্বি কুশান। মাথার উপরে স্লিপিং মাস্ক। সদ্য ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতেই ছবি পোস্ট করলেন ঋতাভরী।
Animal: 'অ্যানিমেল'-এর শ্যুটিং-এ সর্বক্ষণ মেয়ে রাহার সঙ্গে ভিডিও কলে থাকতেন রণবীর, সিক্রেট ফাঁস ববির
সঙ্গে লিখলেন, 'উইকেন্ড শুরু। আর আমার প্রিয় অলস সকাল, সারাদিন কাজের চিন্তা না করে শুয়ে থেকেই দিন কেটে যাবে' । শেয়ার করতেই ভাইরাল হয়েছে অভিনেত্রীর 'অলস সকালের' ছবি।