টাইম মেশিনে ২ টো বছর পিছিয়ে গেলেই মনে পড়বে একটা ছবির কথা, 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি।' এই ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। কন্যা সম্প্রদান, সিঁদূর দান বিয়ের নানা সামাজিক প্রচলিত ধারণাকে ভাঙা হয়েছিল ছবিতে।
কাট ২। ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার বিয়ে। এদিন দিদির বিয়ের ছবির সঙ্গে সিনেমার একটি দৃশ্য মিলে গেল। রিল আর রিয়েলকেও মিলিয়ে দিলেন ঋতাভরী। কথার খেলাপ করেননি তিনি । তাঁর দিদির বিয়ে দিয়েছেন খোদ নন্দিনী ভৌমিক। ছবিতে তাঁর জুতোতেই পা গলিয়েছিলেন ঋতাভরী। ছবির দৃশ্যের মতো চিত্রাঙ্গদাও তাঁর মনের মানুষের কপালে পরিয়েছেন সিঁদূরের টিকা। এই দুই ফ্রেমই একসঙ্গে ভাগ করে ঋতাভরী লিখলেন, 'অসাম্য টুকুকে মুছে শুধু সাম্যটুকুকে গড়তে চেয়েছি। নিজের ছবি, নিজেদের জীবনে'