একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি 'জওয়ান' (Jawan)। ইতিমধ্যেই ৬০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে বলিউডের বাদশার ছবি। তার মধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলল 'জওয়ান'-এর নতুন প্রোমো৷ বুধবার সেই প্রোমোয় নতুন করে হুংকার ছাড়লেন কিং খান। শাহরুখের এই ডায়লগের স্রষ্টা বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ছবির সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে বসে মাথা খাটিয়ে এই প্রোমোর ডায়লগ লিখেছেন তিনি।
'..ও অন্ত হ্যায় তো মে কাল হুঁ…/ ও তীর হ্যায় তো ম্যায় ঢাল হুঁ…/ হাম পুন্য-পাপ সে পারে, চিতা সে ও হাতিয়ার হুঁ…/ জো না টলে ও স্রাপ হুঁ…/ ম্যায় তুমহারা বাপ হুঁ…।..' জওয়ান ছবির নতুন প্রোমোয় শাহরুখের এই সংলাপে মাত নেট দুনিয়া। ফিল্ম থেকে শাহরুখের দুর্দান্ত অ্যাকশন সিনগুলিকে নিয়েই তৈরি করা হয়েছে এই প্রোমো। সেই ভিডিও শেয়ার করে শাহরুখের ক্যাপশন দিয়েছেন, 'বাপ রে বাপ! এখন আর থামব না, চলতে দিন।'
Srijala Guha: প্রেম ভেঙেছিল আগেই, এবার পাত্র খুঁজছেন সৃজালা? বিয়ে করার এত তাড়া?
জওয়ানের প্রোমোর কৃতিত্ব বন্ধু সুমিতের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতাভরী। জানিয়েছেন, শাহরুখের মতে তিনি ভালো লেখিকা। তারপরেই তাঁর সিনেম্যাটিক মন্তব্য, 'সব কা বাপ নে বোল দিয়া...'