কোজাগরীর আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দেশে না থাকলেও প্রবাসেই কোজাগরী লক্ষ্মী পুজোয় আনন্দে মেতে উঠলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
লক্ষ্মী পুজোর দিন সকালে সিঙ্গাপুরে তাঁর বান্ধবী প্রতিমার বাড়িতে যান অভিনেত্রী। তুতে রঙের বেগুনী পাড় শাড়িতে একেবারে বাঙালি সাজে দেখা গেল ঋতুপর্নাকে। কপালে ছিল টিপ। সঙ্গে মাথা রাঙানো সিঁদুর। বান্ধবীর বাড়িতেই অঞ্জলি দেন তিনি। তার পর বান্ধবী এবং তাঁর পরিবারের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেন।
দুর্গা পুজোয় কলকাতা এবং মুম্বইতেই কাটিয়েছেন অভিনেত্রী। আর শারদৎসব মিটতেই শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন নায়িকা। কারণ কর্মসূত্রে সেখানেই থাকেন ঋতুপর্ণার স্বামী সঞ্জয়। ছেলেমেয়েরাও সেখানেই পড়াশোনা করেছেন।
এদিন শুধু বান্ধবীর বাড়িতেই নয়। নিজের সিঙ্গাপুরের বাড়িতেও দেবী লক্ষ্মীর পুজো করেন ঋতুপর্ণা। হাতে লক্ষ্মী পুজোর জিনিস এবং ছোট্ট একটি লক্ষ্মী প্রতিমা নিয়ে পুজোর আয়োজন করছেন তিনি। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগও করে নেন তিনি। যেখানে দেখা যাচ্ছে স্বল্প আয়োজনেই পুজো সেরেছেন ঋতুপর্ণা।