বেশ কয়েকদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তের মা অসুস্থ । শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন । সুগার, উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে । তবে,জানা গিয়েছে, বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছুটি হয়ে গিয়েছে তাঁর । কিন্তু, নতুন করে এক বড় সমস্যায় পড়ে গিয়েছেন ঋতুপর্ণা । হাসপাতাল থেকে ছুটি হলেও মা-কে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছেন না নায়িকা । এক বিমা সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন ঋতুপর্ণা ।
ঋতুপর্ণার অভিযোগ, বিল নিয়ে তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে বিমা সংস্থা । একজন বয়স্ক মহিলাকে রীতিমতো হেনস্তা করছে ওই বিমা সংস্থা। অভিনেত্রীর অভিযোগ, সমস্ত কাগজপত্র দেওয়া সত্ত্বেও টাকা দিচ্ছে না ওই সংস্থা । মা বাড়ি ফিরতে চাইলেও পারছেন না। এর ফলে উনি আরও দ্বিগুণ অসুস্থ হয়ে পড়ছেন ।
ঋতুপর্ণার কথায়, তিনি টাকা দিয়ে মা-কে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতেই পারেন । কিন্তু, ওই বিমা সংস্থা প্রতারণা করছে । তাই বিষয়টি সকলের সামনে আনতেই এই পদক্ষেপ করেছেন বলে জানিয়েছেন ঋতুপর্ণা । এটা প্রথম নয়, এর আগেও বিমা সংস্থার জন্য অডি গাড়ি নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছিলেন অভিনেত্রী ।