৭ জুন, শুক্রবার ঋতুপর্ণা-প্রসেনজিৎ-জুটির ৫০ তম ছবি মুক্তি। 'অযোগ্য' মুক্তির ঠিক আগের রাতেই ফের ED-র নোটিস গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে। আগামী ১৯ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করা হলেও গত ৫ জুন হাজিরা এড়িয়ে ছিলেন অভিনেত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি লিখে জানিয়েছিলেন তিনি, কলকাতার বাইরে রয়েছেন, ৬ জুনের পর হাজিরা দিতে পারবেন। তারপর ৬ তারিখ রাতেই অভিনেত্রীর বাড়িতে নোটেস পাঠায় ইডি।
ED সূত্রে জানা গিয়েছে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ঘনঘন টাকা পাঠানো হয়েছে ঋতুপর্ণার অ্যাকাউন্টে। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই অভিনেত্রীকে তলব।
এর আগে ২০১৯ সালে রোজভ্যালিকাণ্ডে তলব করা হয়েছিল অভিনেত্রীকে।