আজ ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) জন্মদিন! ৫১ বছর পূর্ণ করেও এভারগ্রিন অভিনেত্রী। গত প্রায় আড়াই দশক ধরে টলিউডের অলিখিত ফার্স্ট লেডি থেকেছেন ঋতু।
অভিনেত্রীর ঝোলায়, বাণিজ্যিক সাফল্য, সমালোচকদের প্রশংসা দুই-ই রয়েছে। চরিত্রের প্রয়োজনে বারবার নিজেকে ভেঙেছেন অভিনেত্রী। আলো, চাঁদের বাড়ি, উৎসব, দহন, মনের মানুষ, মুক্তধারা, প্রাক্তন-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে রীতিমতো। ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কারও। আবার একই সঙ্গে বাংলা ছবির ইন্ডাস্ট্রিকে অভিনেত্রী দিয়ে গেছেন লাগাতার একের পর এক বাণিজ্যিক হিট ছবি।
Rajasthan News: জোর করে বান্ধবীকে বিয়ের চেষ্টা, রাজস্থান থেকে গ্রেফতার তরুণী
জন্মমাসেই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা অভিনীত নতুন ছবি "প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ।