নিক জোনাস, মধু চোপড়া আর টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এক ফ্রেমে। না! কোনও ইভেন্টে নয়, প্রিয়াঙ্কা চোপড়ার লস অ্যাঞ্জেলসের বাড়িতে দেখা হল তাঁদের। প্রিয়াঙ্কা থাকলেই বলা যেত পিকচার পার্ফেক্ট। ওটুকু ছাড়া বাকিটা ঋতুর কাছে স্বপ্নের মতোই। চোপড়া-জোনাস পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অভিনেত্রী শেয়ার করলেন নিজের ইন্সটাগ্রামে।
মধু চোপড়ার নেমন্তন্ন রক্ষা করতে খালি হাতে যাওয়া যায় না, ঋতুপর্ণা নিয়ে গিয়েছিলেন সুগন্ধী মোমবাতি। তার প্রশংসা করে প্রিয়াঙ্কার মা আবার সুন্দর একটি নোট পাঠিয়েছেন বঙ্গ নায়িকাকে।
কাজের সূত্রে পিগি চপ্স বাইরে থাকায়, তাঁর সঙ্গে সাক্ষাৎ যে হল না, সেই আক্ষেপও প্রকাশ করেছেন ঋতুপর্ণা। সঙ্গে প্রশংসা করেছেন তাঁদের স্বপ্নের মতো বাড়িটার, আর বাড়ির মানুষগুলোর আতিথেয়তার।