টেলিভিশন চ্যানেলগুলির মহালয়ায় কে দুর্গা হচ্ছেন, এই নিয়ে প্রত্যেকবারই মানুষের কৌতূহল থাকে তুঙ্গে। এবারও রয়েছে । আর সেখানেই বড়সড় চমক আনল কালার্স বাংলা (Colors Bangla) । চ্যানেলের তরফে প্রকাশিত মহালয়া পর্বের প্রোমোতে মা দুর্গা রূপে হাজির হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta as Maa Durga) । এই প্রথমবার মহিষাসুরমর্দিনীরূপে টেলিভিশনে পাওয়া যাবে তাঁকে ।
কালার্স বাংলার এই বছরের মহালয়া পর্বের বিশেষ অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। তারই প্রোমোতে দুর্গার সাজে দেখা গেল ঋতুপর্ণাকে । কপালে ত্রিনয়ন আঁকা। নাকে নথ, পায়ে আলতা, গা ভর্তি গয়না, কপালে মুকুট, পরনে টুকটুকে লাল শাড়ি, হাতে ত্রিশূল। অভিনেত্রীর এমন রূপে মুগ্ধ হয়েছেন নেটনাগরিকরাও । আবার অনেকে সমালোচনাও করেছেন ।
আরও পড়ুন, Tonni Laha Roy : ফের বড় পর্দায় 'মিঠাই'-এর 'তোর্সা', সঙ্গে রয়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক
আর মাসখানেক বাকি মহালয়ার । সেই উপলক্ষে প্রতিটি টেলিভিশনে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । মা দুর্গা রূপে টেলিভিশন বা সিনে জগতের জনপ্রিয় অভিনেত্রীদেরই দেখা যায় সাধারণত । আগে, দুর্গা রূপে দেখা গিয়েছে দেবশ্রী, কোয়েল, শ্রাবন্তী, শুভশ্রী, সায়ন্তিকাদের । তবে, দুর্গারূপে এই প্রথমবার ঋতুপর্ণাকে দেখা যাবে ।