হাসপাতালে মৃত্যুর সঙ্গে টানা ১৭ দিন ধরে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বাংলা বিনোদন জগতের অনেকেই ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন, সর্বশক্তিমানের কাছে প্রার্থনার অনুরোধও করেছেন। একই সঙ্গে বুধবার দুপুরে ঋত্ত্বিক চক্রবর্তীর করা একটি পোস্ট ভাইরাল হয়ে যায়, সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়, তারই প্রেক্ষিতে একদিন পর ফের পোস্ট করলেন অভিনেতা।
বুধবার ফেসবুকে পোস্ট করে ঋত্ত্বিক লেখেন, যার কাছে প্রার্থনা করা হয়, তিনি ফেসবুক করেন? এই পোস্টের পরই নানা সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাকে। একদিন পর ফের এক ফেসবুক পোস্ট করে অভিনেতা জানালেন, পোস্ট লেখার সময় ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না। তবে সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করার ব্যাপারে তাঁর অবস্থান যে পাল্টাচ্ছে না, তাও স্পষ্ট করেছেন অভিনেতা। পাশাপাশি ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনাও করেছেন।