একই সঙ্গে সমান তালে ছবিতে অভিনয় করছেন, আবার পরিচালনাও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবারের ছবিতে অভিনয় করালেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্ত্বিক চক্রবর্তীকে দিয়ে।
ছবির নাম 'এখানে অন্ধকার'। আগামী বছর মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে ঋত্ত্বিক ছাড়াও দেখা যাবে পায়েল সরকারকে। সদ্য শুটিং শেষ করেছেন পরমব্রত। জানিয়েছেন ঋত্ত্বিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অনবদ্য।
Abar Praloy: এক মন্ত্রীর অভিনয়ে মুগ্ধ আরেক মন্ত্রী! পরের ছবিতে পার্থকে নিতে চান ব্রাত্য
সম্প্রতি, 'সাবাশ ফেলুদা' সিরিজে একসঙ্গে দেখা গিয়েছিল পরমব্রত-ঋত্ত্বিককে।