বিবেকানন্দ রকে ৪৫ ঘণ্টার জন্য ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায়, এই মুহূর্তে ভাইরাল মোদীর সেই ছবি। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে, গান্ধীজিকে নিয়ে প্রধানমন্ত্রীর একটি মন্তব্য ঘিরে শুরু হয় চর্চা। তিনি বলেছিলেন, “১৯৮২ সালে গান্ধীর জীবনী নিয়ে ছবি তৈরি না হলে মহাত্মা গান্ধীকে কেউ চিনতই না!”
মোদীর এই মন্তব্য নিয়েই রসিকতা এবার করেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। প্রসঙ্গ উল্লেখ না করেই, ‘টিপ্পনি’ কেটেছেন অভিনেতা। ঋত্বিক লিখেছেন, “প্রলাপ এক দুই ও তিন- প্রথমত, ‘মাছের ঝোল’ বলে একটা সিনেমা হয়েছিল, তার আগে অ্যাটেনবরো কিন্তু মাছের ঝোল নিয়ে কিছুই জানতেন না। দ্বিতীয়ত, বিবেক ওবেরয় বলে এক অভিনেতাকে চিনতাম। তারপর প্রধানমন্ত্রীর নাম ভূমিকায় অভিনয় করাতে ওকে আর আজকাল কেউ বিশেষ চেনে না। তৃতীয়ত, ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির পর উনি সারা পৃথিবীতে কুখ্যাত হয়ে যান। এবং অনেকে ওকে চিনে ফেলে।” ঋত্বিকের পোস্ট এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।