এই মুহূর্তে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma), বুধবার নতুন করে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা আরও আশঙ্কাজনক। ঐন্দ্রিলার জন্য প্রার্থনায় ভাসছে ফেসবুক। এর মধ্যে অভিনেতা ঋত্ত্বিক চক্রবর্তীর এক মন্তব্যের জেরে বেজায় চটেছেন নেটিজেনরা। ফেসবুকে ঋত্বিক লেখেন, "অনেকেই দেখি নানা কারণে ফেসবুকে প্রার্থনা করেন। কিন্তু, যাঁর কাছে প্রার্থনা করা হয়, তিনি ফেসবুক করেন তো?"
ঐন্দ্রিলার জন্য যাঁরা রাত্রিদিন ‘ফেসবুকে’ প্রার্থনা করছেন, বলাই বাহুল্য ঋত্বিকের এই হালকা খোঁচা মোটেই বরদাস্ত করেননি তাঁরা। যদিও ঋত্বিকের পোস্টে ঐন্দ্রিলাকে নিয়ে একটিও শব্দ নেই, তবুও নেটিজেনরা ছেড়ে কথা বলেননি তাঁকে। কেউ কেউ তাঁর কথায় সমর্থনও জানিয়েছেন।
অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এপ্রসঙ্গে কমেন্টে জানান, “ আমার কাছে প্রার্থনার সমর্থক মন থেকে চাওয়া। বেশি বেশি করে মন থেকে চাওয়া।” টলিপাড়ার জুন আন্টি ওরফে উষশী চক্রবর্তী ঋত্বিকের কথায় তাল মিলিয়ে বলেছেন, “এটা আমারও প্রশ্ন” , তবে নেটিজেনদের অধিকাংশই ভালো ভাবে নেননি অভিনেতার কথা। পিয়ালী সরকার নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "বাহ, কি অসাধারণ হাস্যরসাত্মক পোস্ট! যদিও হাসি পেল না। এক কাজ করুন, এবার জোর করে কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা করুন। যদি তাতে কাজ হয়।"