রাত পোহালেই পঁচিশে বৈশাখ। তার আগে পাড়ায় পাড়ায় ছোট-বড় অনুষ্ঠানের মহড়া চলছে। কবিগুরুর জন্মদিনের সকাল থেকেই শুরু হবে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড। রবিঠাকুরের মুখ, চেনা কবিতা আর সঙ্গে লহ প্রণাম লেখা ফরোয়ার্ডেড মেসেজ শেয়ার হবে হাজার হাজার, সেই নিয়েই খানিক রসিকতা করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর।
রবি ঠাকুরের একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন ‘লহ ছাড়াও আমি প্রণাম অ্যাকসেপ্ট করে থাকি’, রবীন্দ্রনাথ ঠাকুর…’। কবির ভাষাতেই সকলের কাছে আর্জি জানিয়ে এই পোস্ট করে অভিনেতা লিখেছেন, “এই কথাটি মনে রেখো।”
কথা ভলা, লেখা, সবেতেই চলিত ভাষা, অথচ কবি প্রণামে সাধু ভাষা কেন, তা নিয়েই ঋত্ত্বিকের এই পোস্ট। ইতিমধ্যে সেই পোস্ট ভাইরাল। ছবির তলায় কমেন্টের বন্যা। অভিনেতার রসবোধের প্রশংসা করছেন সকলেই।