সহজ সরল জীবনের গল্পই তাঁর ছবির মূল বিষয়। টলিউডে একাধিক অন্য ধারার ছবি বানিয়েছেন পরিচালক মৈনাক ভৌমিক। এবার অশোক ধানুকার সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির চিন্তা ভাবনা শুরু করেছেন মৈনাক। ছবির শ্যুটিং নাকি শুরু চলতি মাসের শেষেই। লন্ডনে উড়ে যাবেন পরিচালক।
তবে চমক অন্য জায়গায়। এই ছবিতে নাকি একেবারে নতুন জুটি পেতে চলেছেন টলিউডের দর্শকেরা। ছবিতে জুটি বাঁধতে পারেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। থাকছেন সৌরভ দাসও। তবে ছবির আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।