তেলুগু গান 'নাটু নাটু'-তে (Natu Natu) এখন নাচছে গোটা বিশ্ব । কিরাভানির গান অস্কারের মঞ্চে ভারতকে গর্বিত করেছে । এমন খবরে উচ্ছ্বসিত হিন্দি ‘নাচো নাচো’র (Nacho Nacho) রচয়িতা রিয়া মুখোপাধ্যায়ও (Riya Mukherjee) । উল্লেখ্য,'নাটো নাটো'-র হিন্দি ভার্সনটি লিখেছেন এক বাঙালি কন্যে । তিনিই রিয়া । টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানান, অসামান্য জয় । কিরাভানি স্যার, চন্দ্র বোসকে তিনি শুভেচ্ছা জানাতে চান । ওঁরা দু'জন যখন পুরস্কার নিয়ে দাঁড়িয়েছিলেন, তখন দেখতে খুব ভাল লাগছিল । ইতিমধ্যে কিরাভানি স্যারকে মেসেজে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । আপাতত, গোটা টিমের দেশে ফেরার অপেক্ষায় রিয়া ।
রিয়ার পেশাগত পরিচয় হল রেডিও প্রফেশনাল, ভয়েজ আর্টিস্ট, পডকাস্টার । পাশাপাশি চালিয়ে গেছেন হিন্দি, বাংলা এবং ইংরেজি ভাষায় লেখালেখি । পরিচালনা করেছেন – ‘দ্য ডিসগাইস’ নামের স্বল্পদৈর্ঘ্যের বহুচর্চিত সিনেমা, যা বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি কুড়িয়েছে । এরপর, সরাসরি হিন্দি সিনেমার জন্য গান লেখা শুরু করেন রিয়া। খুলে ফেলেন ‘রিয়া মুখোপাধ্যায় ওয়ার্ল্ড পিকচার্স’ নামের একটি সংস্থা । সেখান থেকেই শুরু সিনেমার জব্য গান লেখার কাজ ।
'নাটো নাটো' গানের সঙ্গে যে বাঙালি যোগ আছে, সেখবর গোল্ডেন গ্লোব জেতার সময় প্রকাশ্যে এসেছিল । তবে শুধু ‘নাচো নাচো’ই নয়, ‘দোস্তি’ গানটিও লিখেছেন রিয়া । এক সাক্ষাৎকারে রিয়া গান নিয়ে বলেছিলেন, 'রাজামৌলি স্যার আমায় বলেছিলেন বন্ধুত্ব নিয়ে একটা গান দরকার। যে বন্ধুত্বে আগুন আর জল থাকবে। তাই চেষ্টা করেছিলাম জল আর আগুনের বৈশিষ্ট্যে পার্থক্য থাকলেও যে বন্ধুত্ব থাকে সেটাকে তুলে ধরতে।'