ছোটপর্দায় নতুন করে ফিরছেন 'সাঁঝের বাতি' ধারাবাহিকের 'আর্য'। ফের নতুন ধারাবহিক স্টার জলসায় শুরু হতে চলেছে। আর সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রিজওয়ান রব্বানি শেখ ওরফে ‘সাঁঝের বাতি’র আর্যর। 'সাঁঝের বাতি' ধারাবাহিক দিয়েই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। আপাতত তিনি লম্বা চুল, হালকা দাড়ি-গোঁফে শোভিত। সে ভাবেই নাকি লুক সেট করতে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার আর তাঁর বিপরীতে দেবচন্দ্রিমা সিংহ রায় ওরফে ‘চারু’ নেই।
কে থাকবে রিজওয়ানের বিপরীতে। নিশ্চিত না হলেও টেলি-পাড়ার গুঞ্জন ‘বরণ’ ধারাবাহিকের তিথি অর্থাৎ ইন্দ্রানী পাল অভিনয় করবেন রিজওয়ানের বিপরীতে। মানে এক নতুন জুটিকে পেতে চলেছে বাংলার দর্শক।
প্রসঙ্গত, খুব শীঘ্রই রিজওয়ানের আগের ধারাবাহিকের নায়িকা ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায় অভিনীত ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ শুরু হবে স্টার জলসায়। রিজওয়ান আর দেবচন্দ্রিমাকে একসঙ্গে দেখতে পছন্দ করত দর্শক। এমনকী, খবর ছিল দু'জনে প্রেমও করছেন।