Mirchi Sree on Mir:মীরের উদ্দেশ্যে খোলা চিঠি মির্চি শ্রী'র, মীরের দীর্ঘ যাত্রাপথ নিয়ে কী বলছেন এই সতীর্থ?

Updated : Jul 09, 2022 22:14
|
Editorji News Desk

এবার মীরের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন তাঁর সতীর্থ শ্রী বসু। যাঁকে আপামর রেডিও প্রেমী চেনেন মির্চি শ্রী হিসেবেই। উল্লেখ্য, গতকালই 'রেডিও মির্চি'-এর সঙ্গে তাঁর ২৫ বছরের যাত্রাপথে ইতি টানার ঘোষণা করেন মীর আফসার আলি। 

রবি ঠাকুরের 'শেষ নাহি যে' গানের বিখ্যাত লাইন 'ফুরায় যা তা, ফুরায় শুধু চোখে' দিয়ে শুরু হয়েছে মির্চি শ্রী-এর এই চিঠি। মীরের উদ্দেশ্যে তিনি লিখেছেন, মানুষকে চমকে দেওয়া তোমার বরাবরের স্বভাব। সে তোমার কৌতুকের দ্বারাই হোক বা গতকালের পোস্টটার মত। কী লিখব তোমায় নিয়ে? কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষই বা করব? ১৭ বছরের স্মৃতি, প্রতিদিনের প্রতিটি মুহূর্ত, সে কি বড় কম সঞ্চয়? বিশেষত তোমার মত একজন মানুষকে গুরু-বন্ধু-মেন্টর হিসেবে এত বছর ধরে এত কাছ থেকে পাওয়া কি বড় কম সৌভাগ্যের কথা?

এরপরেই নিজের কোনও এক ব্যক্তিগত কষ্টের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, নিজেকে শিকড় থেকে উপড়ে নিয়ে বাঁচা কতটা কষ্টের সেটা আমি ভালই জানি। তোমার আমার কাছে, মির্চি তো ওই গাছের শিকড়ের মতই। মাত্র ৫মাস আগে আমি যে অনুভূতির মধ্যে দিয়ে গেছি, আজ তুমি সেই একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছ হয়ত ক্যাপ্টেন। যেন একমুহূর্তে ছোটবেলা থেকে বেড়ে ওঠা বাপের বাড়ির উঠোন ছেড়ে বাইরে পা রাখা। 

আরও পড়ুন- Mir quits Radio Mirchi: মীর ছাড়া মির্চি ! ভাবতে পারছেন না অনুরাগীরা, গল্পের মধ্যে কি আছে কোনও টুইস্ট ?  

চিঠির ছত্রে ছত্রে ভাল লাগা-মন খারাপ-আবেগ উজাড় করে দিয়েছেন এই রেডিও জকি। চিঠিটি পড়লেই বোঝা যায়, দীর্ঘদিনের যাত্রাপথে মীরের উপস্থিতি কতটা প্রভাবিত করেছিল তাঁর সতীর্থদের। মীরের উপস্থিতিতে কর্মক্ষেত্র থেকে কখন যে পরিবারের রূপ নিয়েছে রেডিও মির্চি, তা যেন বুঝতেই পারেননি সতীর্থরা। 

উল্লেখ্য, শুক্রবার সকালে মীর তাঁর ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। সেখানেই দেখা গেল, আকাশবাণীতে কাজ করার সময়ের মীরের একটি সাদাকালো ছবি। সেই ছবির পাশে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। রেডিওর জগতে সক্রিয় থাকা ২৭ বছর। এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। তবে, মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে, একটু ওই ৯৮.৩% মতো। একেবারে শেষ লাইনে লিখেছেন, ‘গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।’ আর এই লাইনের মধ্যে কোনও টুইস্ট আছে বলে মনে করা হচ্ছে। আর সেই টুইস্ট জানার জন্যই আপাতত, অধীর আগ্রহে বসে রয়েছেন অনুরাগীরা।

mir afsar aliRadio MirchiRJ SreeSree BasuFacebook

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন