ঘুটঘুটে অন্ধকার, বাড়িতে ঢুকতেই একটা গা ছমছমে পরিবেশ। খাস কলকাতায় রবিনসন স্ট্রিট। গেট খুলে ভিতরে ঢোকার সময়েও তদন্তকারীরা জানতেন না তাঁদের কী ছবি দেখতে হবে। দিনটা ছিল, ১০ জুন, সালটা ২০১৫।
দরজা খুলতে শিহরিত হয়েছিলেন কলকাতা পুলিশের তাবড় অফিসাররা। কঙ্কালের মধ্যেই বসে এক মধ্যবয়স্ক। নাম পার্থ দে। এরপর বাকিটা ইতিহাস।
ঘটনার প্রায় ৯ বছর পর, ফের রবিনসন স্ট্রিট তবে এবার তথ্যচিত্রে। সামনে এল টিজার। হইচই-তে আগামী ১৫ মার্চ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘রবিনসনস্ট্রিট হরর স্টোরি’