দীর্ঘসময় পর ফের পরিচালনায় ফিরছেন পরিচালক করণ জোহর। ছবির নাম রকি অউর রানি কি প্রেম কাহিনি। গল্লি বয়ের পর এই ছবিতে ফের জুটি বাঁধছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ভূস্বর্গ কাশ্মীরে এই ছবির শুটিং করা হয়েছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় কাশ্মীরের একটি ভিডিয়ো শেয়ার করেছেন পরিচালক। যেখানে তাঁকে কাশ্মীর উপত্যকার সুন্দর দৃশ্য উপভোগ করতে দেখা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, আমার পারফরম্যান্স নয়। আমার অনুভূতিটি বুঝুন। বিদায় কাশ্মীর। করণ জোহর সাইন অফ করছেন, ক্যামেরা পারসন @শৌনাগৌতমের সাথে!'
আরও পড়ুন - আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস, রইল 'অধিকার আদায়ের দলিল' হয়ে থাকা নারীকেন্দ্রিক কিছু সিনেমা
রকি অউর রানি কি প্রেম কাহিনি ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। পরে সেই দিন বদলে ঠিক হয় ২৯ এপ্রিল। কিন্তু সেখানে বাঁধ সাধে PS-2 । রাই সুন্দরীর ছবির সঙ্গে লড়াই এড়াতে দিন পরিবর্তন করা হয়। আপাতত ২৮ জুলাই ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ছাড়াও, ছবিতে শাবানা আজমি, জয়া বচ্চন এবং ধর্মেন্দ্রও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।