রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’-এর ছবি ‘সিংহম এগেইন’এর জন্য দর্শকেরা মুখিয়ে ছিল অনেক দিন ধরেই। কাস্টিং-এ কার্যত চাঁদের হাট এই ছবির বহু প্রতীক্ষিত ট্রেলার এল প্রকাশ্যে। দীপাবলিতে মুক্তি পাবে অজয় দেবগণ, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ , টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রণবীর সিং-এর বিগ বাজেট ছবি ‘সিংঘম এগেইন’ ।
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে একঝাঁক তারকাদের উপস্থিতিতে উৎসবের মরসুমেই সামনে এল ছবির ট্রেলার। অ্যাকশনে ভরা ছবির ট্রেলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় ‘সিআইডি’ সিরিয়ালের কাস্ট দয়াও।
এই ছবিতে অদভুত এক আঙ্গিক এনেছেন পরিচালক। রাম সীতা হনুমানের গল্পের সঙ্গে চরিত্রদের মিলিয়ে মিলিয়ে ছবি সাজিয়েছেন রোহিত শেট্টি। ট্রেলার দেখে আঁচ করা যায় অপরাধীদের শাস্তি দিতে রামায়ণের সঙ্গে মিল জুড়েছেন পরিচালক। হেলিকপ্টার, গাড়ি অ্যাক্সিডেন্ট, ব্লাস্ট, ইত্যাদির দৃশ্যে জমজমাট ট্রেলার। সঙ্গে পাওয়ার প্যাক অ্যাকশন।
এদিকে এই ছবির হাত ধরেই দীপিকা পাড়ুকোন তার কপ ইউনিভার্সে আত্মপ্রকাশ করতে প্রস্তুত। অভিনেতা অজয় দেবগন ও রোহিত শেট্টির আসন্ন ছবি 'সিংহম এগেইন'-এ লেডি সিংহমের চরিত্রে নজর কাড়লেন দীপিকা।
উল্লেখ্য, রোহিত শেট্টির এই ‘কপ ইউনিভার্স’ এর প্রথম ছবি ‘সিংহম’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। তারপর থেকে সিংহম রিটার্নস, সিম্বা, সূর্য বংশীর পর আবার আসছে 'সিংঘম এগেন'।