'দেশের মাটি', 'লাল কুঠি'র পর আবারও ছোটপর্দায় আসতে চলেছে রুকমা রায় অভিনীত ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'। বেশ কয়েকদিনের বিরতির পর রুকমা ফিরছেন টেলিভিশনে।
এক পুলিশ অফিসারের মেয়ের চরিত্রে দেখা যাবে রুকমাকে, বাবার স্বপ্ন পূরণই যার লক্ষ্য। চরিত্রের নাম পুর্ণা। এই মুহূর্তে রুকমা রয়েছেন হিমাচলপ্রদেশে, সেখান থেকে ফিরেই শুটিং শুরু ধারাবাহিকের। আর এতে রুকমার বিপরীতে দেখা যাবে নতুন মুখ।