তাঁর বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। টেলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। কয়েক মাসের দাম্পত্য, কিন্তু বিয়ের পর বিদেশ বিভূঁইয়ে ভাল নেই রুশা, এমন খবর ছড়িয়েছিল। সরাসরি সে বিষয়ে মুখ খোলেননি রুশা, বরং বাঙালির নতুন বছরে স্বামী অনুরণের সংগে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভক্তদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী, সরাসরি মুখ না খুললেও স্বামীর সঙ্গে ছবি দিয়ে রুশা দাম্পত্য জীবনে সুখি, এই বার্তাই দিতে চেয়েছেন বলে অনুরাগীদের ধারণা।
চলতি বছরের জানুয়ারিতে সাত পাকে বাধা পড়েন রুশা। টেলি জগতকে বিদায় জানিয়ে পাড়ি দেন মার্কিন মুলুকে। সেখানেই আপাতত নতুন সংসার গুছিয়ে নিতে ব্যস্ত রুশা।