শ্রাবন্তী-রোশন সিংহের বিবাহবিচ্ছেদের মামলায় নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে আবার মামলা করেন রোশন সিংহ। সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে মামলা করেছেন রোশন।
তৃতীয় স্বামী রোশন সিং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মাসিক সাত লক্ষ টাকা খোরপোষের দাবি জানিয়ে নিজের আয়-ব্যয়ের খতিয়ান নথিভুক্ত করেন অভিনেত্রী। তাতেই অসংগতি রয়েছে বলে রোশনের অভিযোগ। পাল্টা মামলা করেছেন রোশন।
১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আলিপুর কোর্টে। রোশনের আইনজীবীর দাবি, শ্রাবন্তীর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে জেলও হতে পারে অভিনেত্রীর।
রোশন-এর সঙ্গে ২০২০ সালে তৃতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী, ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। বিগত দু’বছর ধরে আদালতে মামলা চলছে।