শুরু হয়ে গেল ৯৫ তম অ্যাকাডেমি আওয়ার্ডের জন্য চলচ্চিত্র বাছাই-এর প্রক্রিয়া। ভারত থেকে অস্কারের মনোনয়নের বাছাই পর্বে গেল দুটি ছবি। একটি আরআরআর, অন্যটি গুজরাতি ভাষার ছবি 'দ্য লাস্ট শো'।
আলিয়া ভাট অভিনীত এ সএস রাজামৌলীর ছবিটিকে শর্টলিস্ট করা হয়েছে 'নাটু নাটু' গানের জন্য। দ্য লাস্ট ফিল্ম শো ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য শর্টলিস্টেড।
প্রতিবেশি দেশ পাকিস্তানের 'জয়ল্যান্ড ছবিটিও সেরা ছবির বিভাগে মনোনীত হয়েছে।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস'ও প্রাথমিক ভাবে বাছাই পর্বের দৌড়ে থাকলেও পরে ছিটকে যায়।