দিন কয়েক আগেই পালন করলেন ২০ বছরের বিবাহবার্ষিকী। কয়েক মাসের মাথায় যেন সব লণ্ডভণ্ড। কেন, কী কারণ কেউ জানে না। অথচ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গুঞ্জন, চলছে যিশু এবং নীলাঞ্জনার দাম্পত্য, ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়া। ২০০৪ থেকে ২০২৪-এই দীর্ঘ দুই দশক তাঁদের সম্পর্ক বারংবার উদাহরণ হয়ে উঠেছে। কিন্তু এই মুহূর্তে তাঁদের বিচ্ছেদের খবরেই তোলপাড় চারিদিক।
বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রসঙ্গ উঠে আসছে তাঁদের দাম্পত্যের মধ্যে। রটনা কলকাতায় শ্যুটিং থাকলেও বাড়ি ফিরতেন না যিশু। নিজের নামের পাশ থেকে প্রথমে যিশুর পদবী মুছে দেন নীলাঞ্জনা, ইন্সটা থেকে ডিলিট করে দিয়েছেন তাঁদের সুখস্মৃতি। এতেই আরও বাড়তে শুরু করে জল্পনা। এরপর খবর আসে নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি, কারণ বলা হয় ডিহাইড্রেশন। কিন্তু আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে,দম্পতির ঘনিষ্ঠ এক বন্ধু দাবি করেন নীলাঞ্জনার হাসপাতালে ভর্তি হওয়ার অন্য কারণ কানে এসেছে তাঁর। উঠে আসছে আত্মহত্যার প্রসঙ্গও।
তাহলে কি সত্যিই তাঁদের সম্পর্কে চিড় ধরল ? কারণ কি তৃতীয় ব্যক্তি ? জি ২৪ ঘণ্টার প্রতিবেদন অনুযায়ী, কাজের সূত্রে মুম্বইয়ে যাওয়া-আসা বেড়েছে যিশুর । সেখানেই নাকি অন্য কাউকে মন দিয়ে ফেলেছেন অভিনেতা । সেই তৃতীয় ব্যক্তি কোনও অভিনেত্রী নন । তবে, তাঁকে নিয়েই নীলাঞ্জনা-যিশুর সংসারে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে । দু'জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে । যদিও, যিশু বা নীলাঞ্জনা কেউই বিচ্ছেদের জল্পনার বিষয়ে এখনও মুখ খোলেনি ।
এবার তাঁদের বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রুদ্রনীল এবং পরিচালক রাজর্ষি দে। রুদ্র জানান, যিশু এত সফল হওয়ার আগে থেকে তাঁদের চেনেন তিনি। এই গুঞ্জন মানতে তিনি নারাজ। রুদ্রর বিশ্বাস, যিশু পরিশ্রম করে উঠে আসা ছেলে। উজ্জ্বল সেনগুপ্তর ছেলে হিসেবে কোনও বাড়তি সুবিধা তিনি পাননি। রুদ্র বিশ্বাস করতেই পারছেন না, তৃতীয় কোনও ব্যক্তির জন্য স্ত্রী সন্তানকে ছাড়তে পারেন। মানুষ কাচ নয় যে ভাঙলে জোড়া লাগবে না, জানান রুদ্র। তাঁর পরামর্শ,বন্ধুর সঙ্গে আলোচনায় সমাধানের পথ খুঁজবেন।
নীলাঞ্জনার পোস্ট শেয়ার করে পরিচালক রাজর্ষি দে লেখেন, “অনেক কিছুই আজকাল শুনে আর অবাক হই না। কিন্তু কেন জানি না এইটা দেখার পর থেকে খুব কষ্ট পাচ্ছি। আমি সবসময় ফিল্মি তাই ‘ডিয়ার জিন্দেগি’র মতো ভাবি “হর টুটি হুই চিজ জুড়ি যা সাকতি হ্যায়।”
Shovan-Sohini Wedding: ‘নতুনের মতো যেনো কেউ’, শোভন সোহিনীর বৃষ্টিস্নাত গায়ে হলুদ
নেটিজেনদের অবস্থায় খানিক এমনই। তাসের ঘরের মতো সম্পর্ক ভাঙনের যুগে, কিছু সম্পর্ককে এখনও উপভোগ করেন নেটিজেনরা। কিছু দিন আগে অবধিও যিশু নীলাঞ্জনা এই তালিকায় ছিলেন। কিন্তু, নানা খবরের শিরোনামে এখন যেকোনও সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়েই উঠে যাচ্ছে প্রশ্ন।