হ্যাকারদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সকলে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- ছাড় নেই কারও। এবার তাদের 'শিকার' হলেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন অভিনেতা। আজ বুধবার ইনস্টাগ্রাম (Rudranil Ghosh Instagram) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পাশাপাশি 'স্বস্তিক সংকেত'-এ তাঁর বৃদ্ধ লুকও ফাঁস হয়ে যায়।
রুদ্রনীলের (Rudranil Ghosh Instagram hacked) দাবি, হ্যাকারই এই ছবিগুলি প্রকাশ্যে এনেছে। বুধবার দুপুর তিনটের পর থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর তাঁর অ্যাকাউন্টে নেই।
আরও পড়ুন: আদালতের নির্দেশ হাতে নিয়ে জাহাঙ্গিরপুরীতে বুলডোজারের সামনে বৃন্দা কারাত, থেমে গেল উচ্ছেদ
রুদ্রনীলের (Rudranil Ghosh Instagram) ফলোয়ার সংখ্যা ১৩৭ হাজার। তাঁর অ্যাকাউন্টটি ভেরিফায়েড। অভিনেতা পোস্টে জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাকার ৭৫ হাজার টাকায় বিক্রি করে দিতে পারে। এই নিয়ে তিনি অন্যদেরও সতর্ক করেছেন।
অভিনেতা (Rudranil Ghosh Instagram hacked) লিখছেন, "আজ দুপুরে আমার ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাক হয়। কমপ্লেন করেছি। সূত্রে খবর পেলাম,ছবিও পেলাম যে "ব্লু টিক ভেরিফায়েড একাউন্ট" হ্যাকার ৭৫,০০০ টাকায় বিক্রিও করার চেষ্টা করছে। দেখা যাক কি হয়!!! সবাই সতর্ক থাকুন নিজের প্রোফাইল নিয়ে। অজানা কোন লিংকে ক্লিক করবেন না।"
তিনি (Rudranil Ghosh) আরও লেখেন, ''আজ দুপুরে তিনটের পর আমার অ্যাকাউন্ট থেকে আমার নিয়ন্ত্রণে নেই। তাই কোনও পোস্ট বা মেসেজ আমি করছি না। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট উদ্ধার করে আমার হাতে ফেরত দিলে জানাব। আমার নিজের করা আজ শেষ পোস্ট ছিল একজন শিল্পী আমার হাতে আমার আঁকা ছবি গিফট করছেন। তার আগের দুটো ছবি আমি আর আবির, স্বস্তিক সংকেত সিনেমায় আমার বৃদ্ধ লুক। আমি আজ পোস্ট করিনি।'