হুইলচেয়ারে বসে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) । একটা হাঁটুতে লাগানো রয়েছে নি-ক্যাপ । এদিকে, মুখে সেই দুষ্ট-মিষ্টি হাসি লেগে, সঙ্গে ভিকট্রি সাইন । বুধবার দুপুরে এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী । হঠাৎ কী হল তাঁর ? পোস্টের ক্যাপশন দেখে বোঝা গেল সবটা । হাঁটু ভেঙেছে অভিনেত্রীর (Rukmini Maitra has broken her knee) । অপারেশনও নাকি করাতে হবে ।
হাঁটু ভাঙার খবর দিতে গিয়ে রুক্মিণী পোস্টের ক্যাপশনটাও লিখেছেন মজা করে । ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'রুক্মিণী তাঁর হাঁটু ভেঙেছে, ওটিতে যাচ্ছে।' অর্থাৎ বোঝা গেল অভিনেত্রীর হাঁটুর চোট বেশ গুরুতর । অপারেশনও করতে হবে । তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে অভিনেত্রীর সুস্থতা কামনায় । অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে এমন হল ? রুক্মিণীর হাঁটুতে কীভাবে চোট লাগল, তা জানা যায়নি যদিও ।
আরও পড়ুন, Viral News : ছুটি নেই ! মাথায় টোপর দিয়েই ল্যাপটপ কোলে বিয়ের অনুষ্ঠানে বর
রুক্মিণীকে এই মুহূর্তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে ‘ডান্স ডান্স জুনিয়র’ শোয়ে । সেক্ষেত্রে, অভিনেত্রী বেশ কিছুদিন এখন শুটিং থেকে দূরে থাকবেন বলে জানা গিয়েছে । 'ডিডিজে'-র বিচারক আসনে রয়েছেন দেবও। এই প্রথম ছোট পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে দেব- রুক্মিণীকে। এছাড়া, 'রুক্মিণী'হাতে রয়েছে 'নটী'-র মতো বড় প্রোজেক্টও ।