লাল ফ্রক, চুল ঝুটি করে বাঁধা, কপালে কাজলের টিপ, মুখে লেগে রয়েছে মিষ্টি হাসি । বাবার কোলে বসে ছোট্ট মেয়েটি কিন্তু এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী । মডেলিং দিয়ে প্রথমে কেরিয়ার শুরু । একাধিক বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন । কাজ করেছেন বলিউডেও । অভিনেত্রীর প্রেমিক কিন্তু আবার টলিপাড়ার এক নম্বর নায়ক । তিনি আবার সাংসদও । কে এই অভিনেত্রী চিনতে পারছেন ?
হ্যাঁ ঠিকই ধরেছেন । বাচ্চা মেয়েটি আর কেউ নন, অভিনেত্রী রুক্মিণী মৈত্র । রাখির দিনই ছোটবেলার ছবিটি পোস্ট করেন অভিনেত্রী । ছবিতে রুক্মিণীর বাবা ও দাদা-কেও দেখা যাচ্ছে । তাঁর জীবনের দুই স্পেশ্যাল মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন অভিনেত্রী । রাখির দিন ছিল নায়িকার বাবার জন্মদিন । কিন্তু, বিশেষ দিনে বাবা রুক্মিণীর থেকে অনেক দূরে । বাবাকে খুব মিস করেন রুক্মিণী । কিন্তু কোথাও হলেও দাদা সেই ফাঁকা জায়গাটা পূরণ করে দিচ্ছে । অভিনেত্রী লেখেন, 'খুব বিশেষ ছবি, এবং আজ একটা বিশেষ দিন ।' এরপরই লেখেন, বাবার জন্মদিন, খুব মিস করছেন । বিশেষ করে তাঁর ফোনগুলো খুব মিস করেন । এরপরই দাদা-র প্রসঙ্গে রুক্মিণী লেখেন, হয়তো বাবা আর নেই, কিন্তু, তাঁর দাদা সবসময় অনুভব করায়, সবসময় রুক্মিণীর পাশে রয়েছেন । বাবা-কে জন্মদিনের ও দাদা-কে রাখির শুভেচ্ছা জানিয়েছেন তিনি । রুক্মিণীর এই ছবিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ।
বর্তমানে ভ্যাকেশন মুডে রয়েছেন রুক্মিণী । দেবের সঙ্গে বালির দেশে ছুটি কাটাচ্ছেন । সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে দু'জনের ছবিতে । দূর দেশ থেকেই আর জির কর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন । উল্লেখ্য, রুক্মিণীকে শেষ দেখা গিয়েছিল বুমেরাং সিনেমায় । হাতে রয়েছে আরও একাধিক কাজ । নটী বিনোদিনী মুক্তি পেতে পারে অগস্ট মাসে । অন্যদিকে, টেক্কা সিনেমায় দেখা যাবে দেব-রুক্মিণী, দু'জনকেই । অন্যদিকে, এবছর বর্ষসেরা শিল্পী হিসেবে ‘মহানায়ক’ সম্মান পেয়েছেন রুক্মিণী ।