তাঁর ঝোলায় একের পর এক নারীকেন্দ্রিক ছবি, তারই প্রতিফলন রুক্মিণীর ব্যক্তিসত্ত্বায়? নারীশক্তি নিয়ে বার্তা দিলেন বড়পর্দার নয়া সত্যবতী।
নারীর অধিকার এবং সাফল্যকে মানতে আজও দ্বিধা এই সমাজের, সেই নিয়েই পোস্ট করলেন রুক্মিণী। প্রসঙ্গ, 'দ্রৌপদী', রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় যে ছবির ঘোষণা হয়েছে সদ্য।
একই পরিচালকের হাত ধরে আসছে 'নটী বিনোদিনী', শুটিং শেষ। তারও আগে মুক্তির অপেক্ষায় 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। তিনটি ছবির প্রযোজনাতেই রয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স।
বড়পর্দায় আসছে 'মহাভারত'। প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ (Yajnaseni) অবলম্বনেই লেখা হয়েছে সিনেমার চিত্রনাট্য। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকেই রচিত এই মহাভারতের আখ্যান। ছবির নামভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। একের পর এক চ্যালেঞ্জিং রোলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন রুক্মিণী।