স্টুডিও পাড়ায় কান পাতলে বিগত দু-একদিন ধরে তেমনটাই শোনা যাচ্ছিল। খবর মিথ্যে নয়, জানিয়ে দিলেন দেব (Dev)। নটী বিনোদিনীকে (Noti Binodini) নিয়ে তৈরি হওয়া বায়োপিকের নাম ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। ছবির পরিচালনায় রামকমল মুখোপাধ্যায়।
অতিমারী না এলে বছর দুয়েক আগেই নাকি হত এই ছবি। ছবির নাম 'বিনোদিনী, এক নটীর উপাখ্যান'। নটী বিনোদনীর মঞ্চে ফুটিয়ে তোলা বহু আলোচ্য চরিত্রগুলোর মধ্যে অন্যতম চৈতন্য মহাপ্রভু। ছবির টিজারে সেই বেশে দেখা গেল রুক্মিণীকে। দেখে কে বলবে, এ কিশমিশ ছবির নায়িকা?
পরিচালক জানিয়েছেন, ছবির ভাবনা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে পাশে থেকেছেন রুক্মিণী। বাংলার সাংস্কৃতিক ইতিহাসের উজ্জ্বল এক নামকে পর্দায় বাস্তবসম্মত করে তুলতে কোনও খামতি রাখেননি রুক্মিণী। দু-বছর ধরে চলেছে শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ, বিনোদিনীর সময়কার বাংলার আর্থ-সামাজিক অবস্থ নিয়ে চর্চা।
এর আগে ঋতুপর্ণের আবহমান ছবিতে নটী বিনোদিনীর প্রসঙ্গ উঠে এলেও, সরাসরি এই চরিত্রের বায়োপিক হয়নি বাংলা চলচ্চিত্রে।