বিরসা দাসগুপ্তর পরিচালনায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে দুর্গরহস্য', ব্যোমকেশ-সত্যবতীর চরিত্রে দেখা যাবে দেব-রুক্মিণীকে। এই খবর সামনে এসেছে আগেই। রুক্মিণীর জন্মদিনে সামনে এল সত্যবতীর ফার্স্ট লুক। অন্তঃসত্ত্বা সত্যবতীর চরিত্রে দারুণ মানিয়েছে রুক্মিণীকে।
১১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'দুর্গরহস্য', চলতি মাসের শুরুতেই শুটিং শেষ করেছে গোটা টিম।
দেব এন্টারটেইন্মেন্ট ভেঞ্চার্সের 'নটী বিনোদিনী' ছবিতেও নাম ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকেই।