দীর্ঘ পাঁচ বছর ধরে দুর্নিবার(Durnibar)-মীনাক্ষির (Meenakshi)জুটিকে দেখে আসছে বাংলা। একসঙ্গে বেশ তো ছিলেন, ২০১৭ তে আইনি বিয়ে, তারপর ২০২১ এ ঘটা করে সামাজিক বিয়েটাও করলেন। বছর না ঘুরতেই কী হল দুজনের? টালিগঞ্জে কান পাতলেই শোনা যাচ্ছে, দুজনের মধ্যে দাম্পত্য কলহ(Trouble in marriage) চরমে পৌঁছেছে। বিচ্ছেদের পথেই নাকি হাঁটতে চলেছেন দুজনে।
গুঞ্জন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হওয়ায় নাকি সমস্যা শুরু। শোনা যাচ্ছে মীনাক্ষি নাকি আলাদা থাকতেও শুরু করেছেন।
বাংলা সংগীতের দুনিয়ায় খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন দুর্নিবার। নিজের একটি ব্যান্ডও তৈরি করেন তিনি। সেই ব্যান্ডে বিভিন্ন সময় গাইতে শোনা গিয়েছে মীনাক্ষিকেও। দুজনের নানা ডুয়েট রীতিমতো জনপ্রিয় হয়েছে ইউটিউবেও।
চলতি বছরেই একাধিক জুটির সম্পর্কে চিড় ধরার কথা প্রকাশ্যে এসেছে। আলাদা হয়েছেন সোহিনী রণজয়, সম্পর্ক ভেঙ্গেছে সৃজালারও।