কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু মেয়েদের সুখ, আহ্লাদ, আনন্দের কথা কখন যেন সেই সংসারের জাঁতাকলেই পিষে দেওয়া হয়৷ তাদের কথা ভাবে ক'জন? এবার সম্পূর্ণ অন্য গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsa New Serial) পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা' (Meye Bela)। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। আর এই প্রোমো দেখেই দর্শকদের উৎসাহ কয়েকগুণ বেড়ে গিয়েছে। কেননা, এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ কয়েক বছর পর পর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)।
আরও পড়ুন : মুখ্যমন্ত্রী পরিচয় করাতেই হাতে চুম্বন শাহরুখের, আনন্দ আর ধরছে না তৃণার
গত ৫ বছরের বেশি সময় ধরে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তবে এবার কেবল বিজেপি নেত্রী হিসেবে নয় 'মেয়েবেলা' ধারাবাহিকে তিনি অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের শাশুড়ি। একান্নবর্তী পরিবারে মেয়েদের অবস্থা নিয়েই এগোবে ধারাবাহিক।
প্রোমোয় দেখা যাচ্ছে, মিত্রবাড়ির বউ রূপা গাঙ্গুলি। তাঁর শাশুড়ির ভূমিকায় চিত্রা সেন। রূপা ওরফে বিথীকার স্বামী বেড়াতে যাবেন৷ তার সমস্ত গোছগাছ করে দিচ্ছে সে, অথচ তাকে বেড়াতে নিয়ে যাওয়া হয় না কোনওকালেই। বরং উলটে শুনতে হয়েছে, ‘মায়ের শরীর খারাপ আর তুমি বেড়াতে যাওয়ার কথা ভাবছো, ছি!?’ সংসারের ঘেরাটোপ থেকে মেয়েদের টেনে বের করতে পারবে বাড়ির নতুন বউ? সেই গল্পই শোনাবে এই ধারাবাহিক।